• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাগলিটা মা হয়েছে, বাবা হবে কে?

report71
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ
পাগলিটা মা হয়েছে, বাবা হবে কে?

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। পাগলিটা মা হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালে ওই নারী একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। মানষিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগল হিসেবেই চিনেন। উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাঃ টিপু সুলতান জানান, বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তান সম্ভাবা মানসিক ভারসাম্যহীন নারীকে (৩৫) হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর থেকে সে পর্যবেক্ষনে ছিলো। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যা সন্তান হয়। বর্তমানে মা মেয়ে দু’জনই সুস্থ আছেন।
উপজেলা নির্বাহী মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে ব্যবস্থা গ্রহন করা হয়। তিনি আরও জানান, শিশুটির ভবিষ্যত নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য বুধবার দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।