• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে এসে এসপি মাহিদুজ্জামানের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডিআইজি জামিল হাসান

report71
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪, ১৭:২০ অপরাহ্ণ
ভোলায় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে এসে এসপি মাহিদুজ্জামানের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডিআইজি জামিল হাসান

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল বিপিএম পিপিএম ভোলা জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
১৭ জানুয়ারি বুধবার বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা,
পিপিএম ভোলা জেলার রিজার্ভ
অফিস বার্ষিক পরিদর্শন করেন। এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি
জামিল হাসান বিপিএম পিপিএম কে
ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, বিপিএম।
পরিদর্শনকালে বরিশাল রেঞ্জ ডিআইজি ভোলা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং ভোলা জেলাধীন সকল থানা হতে আগত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন। অতঃপর তিনি ভোলা জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম ভোলা জেলা পুলিশের সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পাদনা করায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম কে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আসাদুজ্জামান,ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল(বাবুল আক্তার),সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদি হাসান প্রমুখ।
পরবর্তীতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর উদ্যোগে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি এত সুন্দর মনোমুগ্ধকর ও জমকালো আয়োজনের জন্য পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম কে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।
এসময় ভোলা জেলা ও দায়রা জজ,ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ,জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক অঙ্গনের দেশের সুনাম ধন্য শিল্পীগন উপস্থিত ছিলেন।