স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস চাপায় আলামিন চৌধুরী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা রাজীব পরিবহনের একটি বাসে ব্যাপক ভাংচুর করে এবং দুই ঘন্টা সড়ক অবোরোধ করে রাখে।
আজ শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খানারপাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিচুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আলামিন চৌধুরী গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের তরিকুল চৌধুরীর ছেলে।
ওসি মো: আনিচুর রহমান জানান, খানারপাড় গ্রামের নিজ বাড়ী থেকে তরিকুল চৌধুরী তার শিশু পুত্র আলামিনকে নিয়ে কাঠি বাজারের হাটে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেঢ়ে আসা কোটালীপাড়াগামী রাজিব পরিবহনের একটি বাস আলামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। ওই বাসটি
এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিকে দত্তডাঙ্গা এলাকা থেকে আটক করে ব্যাপক ভাংচুর করে এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে মনয়াতদন্ত ছাড়াই নিহত শিশুর মরদেহ পরিবারের সদস্য কাছে হস্তান্তর করা হয়। #