মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা মা ও বাবা। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর চর এলাকার নিজ বাড়িতে মনোয়ারা বেগম ও তার স্বামী মকবুল আহমেদ সিকদারকে ছেলে শহিদুল ইসলাম মারধর করেন। বৃদ্ধা মনোয়ারা বেগম জানান, শহিদুল এই পর্যন্ত মোট ৯টি বিয়ে করেছেন।
এ ঘটনায় ওই দিনই বৃদ্ধা মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল আহমেদ সিকদার তার ছেলে শহিদুল সিকদার এর নামে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে এনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।