ইতালি প্রতনিধিঃ
ইউরোপ জুড়ে তুষারপাত ,বরফে আচ্ছাদিত চারদিক । তবে ভিন্ন চিত্র ইতালির রোম। এবার ঠান্ডাও কম পাশাপাশি ৫-৭ বছর পূর্বে সেই বরফের দেখা পেয়েছিল রোম বাসী। প্রতিবছর জানুয়ারী ফেব্রুয়ারী আসলেই রোম প্রবাসী বাংলাদেশীরা দলবেধে বরফের সাথে খেলা করতে যায়। তবে প্রবাসী বাংলাদেশীদের পছন্দের যায়গা কাম্পো দি ফেলেসি। রোম থেকে খুবই সন্নিকটে।বরফের ঠান্ডার সাথে নিজেকে শীতল করতে,স্কাইটিং করা,মূল কথা তুষারের সাথে খেলা করতে সম্মিলিত যুব সমাজের উদ্যোগে নতুন বছর উপলক্ষ্যে ভ্রমণ পিপাসুদের জন্য ইতালির রোম থেকে দূরে Abruzzo প্রভিন্সের কাম্পো দি ফিলিসে তুষার ভ্রমণের আয়োজন করা হয়। তুষার ভ্রমণের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন নরসিংদী বেলাব উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ অছেক মিয়া, মোহাম্মদ কাদির মিয়া, রায়পুরা উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জুয়েল মিয়ার,সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি আল মাহমুদ (রফিক ), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতি (রোম ইতালির) উপদেষ্টা জনাব আব্দুল হক,সিনিয়র সহ সভাপতি দীন মোহাম্মদ জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ (বিপুল ), বেলাব উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান (পাভেল ), নরসিংদী জেলা সমিতি রোম ইতালির ভারপ্রাপ্ত কোষাধক্ষ্য সোহেল আকবর (টিংকু) সহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক এবং সামাজিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে কূপন ড্র এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।