• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার! বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৪, ১৩:৪৩ অপরাহ্ণ
বরগুনায় তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার! বনে অবমুক্ত

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীর বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবমুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেন স্থানীয়রা।

পরে বন বিভাগকে খবর দেয় । এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

উপজেলা রেঞ্জ অফিসার মো.মনিরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাশেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি।#