• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে “বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তির পথসমূহ এবং উপকারিতা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট খান মো. শহীদ।

এ সময় মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম মিয়া, ম্যানেজার সোনিয়া সুলতানা, গণমাধ্যম কর্মী মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, এস এম নজরুল ইসলাম, জয়ন্ত শিরালী, বাদল সাহা বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ায় কর্মরত ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, এ প্রকল্পের দুই বছরের মেয়াদকালে মোট ১৫৬টি বিরোধ নিস্পত্তি করা হয়েছে। এতে ২৯ লাখ ৫৫ হাজার টাকা পেয়েছে সুবিধাভোগীরা। এছাড়া ১৯ শতাংশ জমি উদ্ধারসহ ৪১টি ঝামেলা মিটিয়ে পরিবারকে মিলিয়ে দেয়া হয়েছে। এতে অর্থিক ও সময় দুটোই সাশ্রয় হয়েছে। ফলে আদালতের উপর মামলার চাপ কমার সাথে সাথে কমেছে মামলা জট। #