• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিকল বন্দি সেই গৃহবধুকে সুচিকিৎসার প্রতিশ্রুতি

report71
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ
শিকল বন্দি সেই গৃহবধুকে সুচিকিৎসার প্রতিশ্রুতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সংবাদ প্রকাশের পর দুই বছর যাবত শিকল বন্দি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের চার সন্তানের জননী নাজমা আক্তারের বাড়িতে গিয়ে সুচিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।
সোমবার বিকেলে গৃহবধুর বাড়িতে গিয়ে শিকল বন্দি গৃহবধুর অবস্থা পর্যবেক্ষন করেন ইউএনও। এসময় গৃহবধুর পরিবারের সদস্যদের তিনি (ইউএনও) বলেন, সরকারি কিংবা যেকোন উপায়ে মানসিক ভারসাম্যহীন নাজমাকে সুচিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। উল্লেখ্য তিন বছর পূর্বে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক রোগে আক্রান্ত হয়ে পরেন গৃহবধু নাজমা। অর্থাভাবে বিনা চিকিৎসায় গত দুই বছর যাবত শিকল বন্দি হয়েই দিন কাটছে তার।