আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪
তারিখঃ ২৪ জানুয়ারি ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দুঃস্থ ও শীতার্ত মানুষকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে বনানী সমাজ কল্যাণ পরিষদ। মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত বনানী সমাজ কল্যাণ পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারী কলেজের অধ্যক্ষ মু. ফোরকান কবির, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এ সময় প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকেনা। এখন এ দুঃসময়ে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য বনানী সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি মু. ফোরকান কবির তার বক্তব্যে বলেন, “মানুষ হয়ে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করাই পরম ধর্ম।”