স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
আজ বুধবার (২৪ জানুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো. আতিয়ার রহমান, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মোঃ গোলাম কবির, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম বক্তব্য রাখেন।
এ আলোচনা ও মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তরের দপ্তর প্রধান গন, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। #