ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্যানস ক্লাবের আত্মপ্রকাশ
করা হয়েছে ।রোমের তরপিনাতারা পার্কে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাবলিক রিলেশন ম্যানেজার এম ডি আল মাসুদ খানের তত্বাবধানে এর পরামর্শে বিজনা এস আর এলের অর্থায়নে ডিফেন্টাস স্পর্টিং ক্লাব এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক ফরাজী।এসময় বক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ মাসে পুনরায় চালু হওয়া বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছতার সাথে সার্ভিস প্রদানের আহ্বান জানান। এই ক্লাবের মিডিয়া এডভাইজার করা হয় রোমের সিনিয়র সাংবাদিক এমডি রিয়াজ হোসেনকে। অুনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্টাস এর পক্ষ থেকে ছিলেন জাকির হাসান , খায়রুল হাসান , এম ডি সাদিম খান,বিজনা এস আর এলের মালিক তাসলিমা আক্তার চৌধুরী , সাদিয়া চৌধুরী সোহেলী সহ আরো অনেকে।