তারিখঃ ২৬ জানুয়ারি ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে উপজেলা আ’লীগ নেতা কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ¦ অধ্যক্ষ মো. মহিববুর রহমান (এমপি) শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় গলাচিপা উপজেলা আ’লীগ কার্যালয়ে ১১৩ পটুয়াখালী-৩ আসনের গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য আলহাজ¦ এস.এম. শাহজাদা (এমপির) আমন্ত্রনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মুঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মুঃ শাহ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ১১৩ পটুয়াখালী-৩ আসনের গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ এস.এম. শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মুঃ শাহিন। এছাড়া সৌজন্য সমাবেশে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা প্রবীন আ’লীগ নেতা মোঃ রেজাউল করিম হাং, জেলা পরিষদ সদস্য ও আ’লী নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা আ’লীগ নেতা ও কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বণিক, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ, যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল গাজী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল, কাওসার আহমেদ তালুকদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন। মন্ত্রীর আগমনে আ’লীগের নেতাকর্মী, সুধী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সমাবেশের পূর্বে আ’লীগের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে স্বাগত শুভেচ্ছা জানায়। এছাড়া প্রশাসন পুলিশ প্রোটকল দেয়। পরে মন্ত্রী মহোদয় তার নির্বাচনী এলাকা রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাত্রা করে।