এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বানারীপাড়া ডিগ্রি কলেজ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার গতকাল সকাল সাড়ে ৭টায় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা নাতি -নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকায় প্রথম জানাজার নামাজ শেষে বানারীপাড়া পৌরসভার ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় স্যালুট শেষে দ্বিতীয় জানাজার পর তার লাশ পার্শ্ববর্তী নরোত্তোমপুর গ্রামের বাড়িতে মাগরিব বাদ তৃতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাজা নামাজের পৃর্বে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার এবং ওসি মাইনুল ইসলাম গার্ড অব অনার প্রদান করেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, মুক্তিযোদ্ধাবৃন্ধ, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী সহ আত্মীয় স্বজন প্রমূখ অংশ নেন।#