• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকিরের নেতৃত্বে বিশেষ অভিযানে ৫ মন জাটকা ইলিশ জব্দ,আটক ৩

report71
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৪, ১৩:৪১ অপরাহ্ণ
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকিরের নেতৃত্বে বিশেষ অভিযানে ৫ মন জাটকা ইলিশ জব্দ,আটক ৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জেলেকে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,২৮ জানুয়ারি রবিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএমের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার এসআই রাজিব হোসেন,এএসআই ইলিয়াস হোসেন,এএসআই ইয়ার হোসেন সহ একটি টিম বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সোনামিয়া হাওলাদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইব্রাহিম,জাফর বেপারি,মোঃ হাবিবুল্লাহ কে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৪ টি ঝুড়ি ভর্তি মাছ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাছ রাতেই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এতিখানায় বিলি করা হয়েছে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,অবৈধ ভাবে ঝাটকা ইলিশ ধরা এবং আহরণ করায় ৩ জনকে আটক করা হয়েছে এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বোরহানউদ্দিন থানা পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।