হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ৫৭তম বিশ্ব ইজতেমার বাকি আর মাত্র এক দিন। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রথম পর্ব শুরু হবে।
শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান। দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে রোববার।
ইতোমধ্যে ইজতেমার সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এ বার্ষিক সম্মেলন হবে আগের বারের মতই দুই পর্বে। ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে।