• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুমকিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান।

report71
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৪, ১৫:১০ অপরাহ্ণ
দুমকিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ দেশের সর্বাধিক প্রচারিত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘যুগান্তর’র ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মেসাব ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে জন্মদিনের কেক কাটা আলোচনা ও যুগান্তরের স্বপ্নদ্রোষ্ঠা, যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম বাবুল সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও যুগান্তরের দুমকি উপজেলা দ.প্রতিনিধি মো: সাইফুল ইসলামের উদ্যোগে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের স‚চনা করেন, মেসাব ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মেসাব অনিক আরেফিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(অব) কবি মৃধা ফিরোজ আহমেদ। আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মেসাব ইন্টারন্যাশনাল একাডেমির প্রশাসনিক কর্মকর্তা মুফতী কামরুল ইসলাম খাঁন।
#