বরিশাল
বরিশাল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলেজের ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা আরসিডিএস, এনডিসি, পিএসসি। পরে ৪০টি ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়া জেনারেল আমিরুল আজিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ও খেলাধুলায় তাদের সমান পারদর্শী হতে হবে। ##