আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার অশ্বীনি কুমার ইনষ্টিটিউশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুর রব সেরনিয়াবাত শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার রাতে ইনষ্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শেষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিলু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হালিম, ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির রিপন, মান্নান হাওলাদার, বাদল তালুকদার ও পঙ্কজ কুমার দাস। শেষে ১৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।