• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেধা পুরস্কার পেল ৩০ শিক্ষার্থী

report71
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১৪:৩০ অপরাহ্ণ
মেধা পুরস্কার পেল ৩০ শিক্ষার্থী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শনিবার বিকেলে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মেধাবী ৩০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সহসচিব মোঃ জাহাঙ্গীর সরদার, শিক্ষানুরাগী দিলরুবা খানম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রধানশিক্ষক বজেন্দ্রনাথ বিশ্বাস, গোলাম আজম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, ইউপি সদস্য মিনু বেগম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এইচএম রেজাউল করিম, খালেক সরদার, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধানশিক্ষক এইচএম মানিক হাসান।