বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনায় মাদকবিরোধী অভিযানে ১ জনকে আটক করে অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বরগুনা মহিলা কলেজের সামনে থেকে মোঃ আলানুর নামের এক মাদক কারবারীকে ইয়াবাসহ গ্রেফতার করে বরগুনা ডিবি পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত তাকে আর্থিক জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ডিবি অফিসার ইনচার্জ মোঃ বশির আলম সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এক ব্যক্তি ঢাকা থেকে মাদক নিয়ে আসছে। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছে অবৈধমাদক ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত আর্থিক জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।