আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা প্রশাসন ও ভোলা জেলা পুলিশ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ পালন করেছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভোলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এবং ভোলা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ কে.এম শফিকুজ্জামান।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে জেলা প্রশাসক আরিফুজ্জামান এর পরপরই ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এরপরই ভোলা জেলা সিভিল সার্জন কে.এম শফিকুজ্জামান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকতাবৃন্দ,ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ,সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।