• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে কুরআনের হাফেজদের সংবর্ধণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৪, ১৩:৫৭ অপরাহ্ণ
গৌরনদীতে কুরআনের হাফেজদের সংবর্ধণা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সভা, কুরআনের হাফেজদের সংবর্ধনা ও কুরআনের সুর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসার মিলনায়তনে ওস্তাত হাফেজ ক্বারী আবরারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় আলেম, ওলামায়গণ বক্তব্য রাখেন। শেষে আর টিভির আলোকিত কুরআন প্রতিযোগিতায় সেরা ৩০-এ চান্স পাওয়া অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুর রহমান রাফি এবং বাংলাভিশনে কুরআনের আলো প্রতিযোগিতায় সেরা ৩০-এ চান্স পাওয়া হাফেজ ইয়াছিন গালিবকে সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে কুরআনের সুর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।