সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম হয়।
তিন শিশু জন্ম দেওয়া প্রসূতির নাম আছিয়া বেগম (১৯)। তিনি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের রাজিব হাওলাদারের স্ত্রী।দুটি শিশু সুস্থ থাকলেও একটি শিশুর শ্বাসকষ্ট রয়েছে। তবে মা সুস্থ আছেন।
বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার রাজিব হাওলাদারের স্ত্রী আছিয়া বেগকে ক্লিনিকে ভর্তি হয়। পরে আছিয়ার সিজার ছাড়া সন্তান প্রসবের জন্য চিকিৎসকরা অপেক্ষা করতে থাকেন। এ সময় রাত ৩টার দিকে আছিয়া বেগম পর পর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন। শিশুর মা আছিয়া বেগমের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। চারজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।