ইতালি প্রতিনিধিঃ
রোম বিডি স্পোটিং ক্লাব আয়োজিত অভিষেক ও নবগঠিত কমিটির পরিচিতি সভার দ্বিতীয় পর্বে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোঃ জসিম উদ্দিন নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীম নতুন কমিটি আনুষ্ঠানিক হস্তান্তর করেন। এছাড়াও সংগঠনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় বিজয়ীদের পুরস্কারও বিতরণ করা হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম পলাশ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। এসময় রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।