• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারের ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

report71
প্রকাশিত মে ৩১, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ণ

মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাইম (৩০) ও জুবায়ের (৩২)।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিল, এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে স্হানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী। তারা সাভার ব্যাংক কলোনী এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।