• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোমে প্রবাসী আলাউদ্দিন অপহরন,গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ণ
রোমে প্রবাসী আলাউদ্দিন অপহরন,গ্রেফতার ৪

ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে আলাউদ্দিন আলো নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার। পুলিশি অভিযানে উদ্ধার। বাংলাদেশের নিজের পরিবারের নিরাপত্তা দাবি
ইটালির রাজধানী রোম থেকে আলাউদ্দিন আলমের এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। তাকে নগরীর বুশশেয়া এলাকা থেকে জোরপূর্বক প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় রোম থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে একটি নির্জনে এলাকায়। সেখানে তাকে প্রথমে একটি ব্রেড এন্ড ব্রেকফাস্ট হোটেলে তোলা হয়। সেখান থেকে তাকে একটি নির্জন বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যবসায়ী জনাব আলাউদ্দিন অপহরণ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন
তিনি জানান, এই অপহরণ চক্রের সাথে একে কিশোর গ্যাং জড়িত রয়েছে যাদেরকে তিনি ওই বাড়িতে দেখেছেন। এই অপহরণকারীদের বিরুদ্ধে আরেকটি অপহরণের মামলা হয়েছে এবং প্রবাসী আলাউদ্দিন নিজেও একটি মামলা দায়ের করেছেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম গোপন রেখেছেন তিনি।
প্রবাসী আলাউদ্দিন রোম দূতাবাস বাংলাদেশের তার পরিবারের নিরাপত্তা চেয়ে একটি আবেদন করেছেন।
রোম দূতাবাসের চার্জরা এফেয়ার্স এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান
অপহরণকারীরা অপহৃত আলাউদ্দিনের কাছ থেকে নগদ ৭০০ ইউরো এবং ব্যাংক থেকে ১৩০০ ইউরো ট্রান্সফার করে নিয়ে নেয়। অপহরণকারী চক্র তাকে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার ইউরো অর্থাৎ দেশীয় মুদ্রায় প্রায় ষাট লাখ টাকা দাবি করেছিল। এ সময় নিজের বুদ্ধিমত্তা দিয়ে ওই স্থানের লোকেশন তার স্বজন এবং আইনজীবীর কাছে পাঠালে পুলিশ অপহৃত অবস্থা থেকে তাকে উদ্ধার করে এবং এখান থেকে তিনজন আসামিকে গ্রেফতার করে।
প্রবাসী আলাউদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সাংবাদিকদের।