ইতালি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইতালিতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে ইতালি আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারা মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনি আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি অনুপ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু, সৈয়দ সুমন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বাবু, নুর ইসলাম পান্না, শ্রম বিষয়ক সম্পাদক বাচ্চু সরদার,, কার্যকরী সদস্য হাবিবুর রহমান, শেখ রাসেল, মিজানুর রহমানসহ আরও অনেকে।
নেতারা তাদের বক্তব্যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ এবং দূরদর্শী নেতৃত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভাষান্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকা তুলে ধরে সকল আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দানকারীদের তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।