মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানার নবাগত ওসি মোহাম্মদ জাব্বারুল ইসলাম এর নেতৃত্বে
বিপুল পরিমাণ ইয়াবাসহ মো: আওলাদ হোসেন ওরুফে আলাউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
আটককৃত আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো: আজাহার মীরের ছেলে বলে জানা গেছে।
১৪ জুলাই রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন চৌরাস্ত এলাকা থেকে
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ জাব্বারুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আজ রবিবার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে তাসরিফ-১৪ নামে একটি যাত্রীবাহি লঞ্চে করে এক ব্যক্তি ইয়াবাসহ বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে আসছেন।
ওই সংবাদের ভিত্তিতে আজ সকালের দিকে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে লঞ্চ থেকে নেমে অটোরিক্সায় করে আসা আওলাদ হোসেন ওরুফে আলাউদ্দিনকে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আটকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দায় স্বীকার করেছেন।
এ সময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ আরো বলেন,আটককৃত যুবককে মাদক মামলার মাধ্যমে দুপুরে কোর্টে প্রেরণ করা হবে।
এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,আমি ভোলায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না এবং তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কে বাস্তবায়নের জন্য জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলে দিয়েছি,আমাদের অভিযান অব্যাহত রয়েছে,ভবিষ্যতেও থাকবে।