আপডেট: জুলাই ১৫, ২০২৪
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মহান স্বাধীনতাকে কটাক্ষ, মুক্তিযুদ্ধের শ্লোগান বিকৃত ও একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ।
আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সমাবেশে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় যুগ্ম আহবায়ক মো: সোহেল রহমান, আতাউর রহমান শাকিল, মেহেদি হাসান তারিক হাসান সাইমন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে মহান স্বাধীনতাকে কটাক্ষ, মুক্তিযুদ্ধের শ্লোগান বিকৃত করা হচ্ছে। এছাড়া একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই গেয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। দ্রুত কটাক্ষকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তরা। #