• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা

report71
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ এ মেলার আয়োজন করে।

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধি করি বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজাহারুল ইসলাম। ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, বৃক্ষপ্রেমি সোটাইটির সভাপতি প্রফেসর সরদার নূর ইসলাম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলিত গোপালগঞ্জের মো. শফিকুল ইসলাম রানা বক্তব্য রাখেন।

পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা, সকলকে গাছ পোরনে উতসাহিত করেন।

পৌরপার্কে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী এ মেলায় ২০ টি স্টলে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। এ মেলা চলবে আগামী আগামী ২৪ জুলাই পযর্ন্ত। #