• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় যবিপ্রবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ণ
রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল ধরনের রাজনৈতিক কর্মসূচিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি করছেন তারা।

১৭ই জুলাই (বুধবার) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘It’s now or never’ ‘no student politics’ সম্বলিত একটি ফটো কার্ড পোস্ট করে বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীরা লিখেন, যে রাজনীতির কারনে আমাদের ভাই-এর জীবন চলে যায় সে রাজনীতি আমরা চাই না। আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল রাজনৈতিক কর্মসূচি অবাঞ্চিত ঘোষণা করলাম। আমরা কোন ছাত্র ভাই বোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হবো না। এর সাথে যুক্ত যেকোনো শিক্ষার্থীকে বর্জন করা হবে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। আমরা জানি ২০১৯ সালের স্টুডেন্ট কোড অব কনডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। It’s now or never❗ Raise your head up ,

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১৯ স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ।

উল্লেখ্য, এ নিয়ম ভঙ্গ করে ২০২২ সালের ৩১শে জুলাই তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে গত বছরের ২৩ শে আগস্ট ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।