• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিউবওয়েলে পানি আনতে গিয়ে হামলার শিকার

report71
প্রকাশিত জুলাই ৩০, ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ণ

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় ০১ নম্বর রাহানপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ইটকে কেন্দ্র করে টিউবওয়েলে পানি আনতে গিয়ে হামলার শিকার মো. রাসেল হাওলাদার (৩৭) নামের এক যুবক গুরুতর আহত হয়। পরিবারের লোকজনও আহত হয়েছেন এ ঘটনায়।

সোমবার (২৯ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মানুষ।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মধ্যে দীর্ঘদিন হাসিনা গং ও রাসেল গং এর মধ্যে বিরোধ চলে আসছেন।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন। হটাৎ কিছু ইটকে কেন্দ্র করে মো. রাসেল টিউওয়েলে পানি আনতে গেলে হাসিনা গং হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয়ে পাথরঘাটায় চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রেফার করেন।

ভুক্তভোগীর স্ত্রী জেসমিন বেগম বলেন, আমার স্বামীর ভাই বোন না থাকার কারণে প্রায় সময়ই খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদেরকে এলাকা ছাড়ার পায়তারা চালায়। প্রায় সময়ই নারীদের দিয়ে আমার জামাইর উপরে হামলা চালায়।

স্হানীয় দুলাল ও বাদল বলেন হাসিনার পরিবার প্রায় সময় এলাকার নিরীহ মানুষের উপর হামলা মামলা দিয়ে গ্রামের মানুষের জিম্মি করে রাখেছেন।

স্হানীয় ইউপি সদস্য মো. রিপন বলেন এই দুই পরিবারের শালিসি অনেক বার করেছি। তবে রাসেলের উপর হামলার জন্য দুঃখ প্রকাশ করছি। হাসিনার ছেলে মেয়েদের অত্যাচারে গ্রামের মানুষ এখন অতিষ্ঠ।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।