• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বরগুনায় প্রান্তিক কৃষকের মাঝে স্যার ও বীজ পৌঁছে দিয়েছে “উসসাস”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ণ
বরগুনায় প্রান্তিক কৃষকের মাঝে স্যার ও বীজ পৌঁছে দিয়েছে “উসসাস”

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার একাধিক প্রান্তিক কৃষকের মাঝে ইরি-২২ ধানের বীজ ও দুই ধরনের ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় ”উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর আয়োজনে আয়লা-পাতাকাটা ইউনিয়নের খাজুরতলা গ্রামে প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ইরি-২২ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়েছে।

স্যার ও বীজ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর সভাপতি মোঃ অলিউল্লাহ্ ইমরান, সহ-সভাপতি মোঃ ইয়াকুব, সহসভাপতি সবুজ আহমেদ, সাধারন সম্পাদক সোহাগ হাওলাদারসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগন, প্রান্তিক কৃষক প্রমুখ।

”উসসাসে’র সভাপতি অলিউল্লাহ্ ইমরান বলেন, আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম অনুযায়ী আমরা  প্রান্তিক কৃষকের মাঝে স্যার ও ইরি-২২ এর বীজ পৌঁছে দিয়েছি। যারা আমাদের উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষ ও প্রকৃত কৃষক রয়েছে তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় করে এ-সব মানুষের পাশে থাকতে চাই আমরা সকলের সহোযোগিতায়।