আপডেট: আগস্ট ৩, ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের মাসব্যাপী শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচীর দ্বিতীয় দিন শুক্রবার (২ আগস্ট) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে কর্মসূচী সূচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, মাইনুল ইসলাম রনো, দিলীপ বণিক, মো. আলমগীর হোসাইন, সমির কৃষ্ণ পাল, মেহেদী মাসুদ জুয়েল, মোফাজ্জেল হোসেন মাসুদ, ইসরাত হোসাইন আব্বাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক ব্যাচ ধারণ শেষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান জানান, শোকের মাস আগস্ট জুড়েই উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী পালন করছে। মাসের শেষ তারিখ পর্যন্ত এই কর্মসূচী চলমান থাকবে।