• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

report71
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেল দুর্ঘটনায় জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার (০৩ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, মোটরসাইকেলে করে নিজ বাড়ি গোপালপুর থেকে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটিতে পৌঁছালে একটি অজ্ঞতগাড়ী চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী জামাল শেখ ঘটনাস্থলে নিহত হয়ে মহাসড়কের উপর পড়ে থাকে।

তিনি আরো জানান, পরে এলাকাবাসী নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। #

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।