• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


গলাচিপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ১৩:১৩ অপরাহ্ণ
গলাচিপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- শেখ হাসিনার পদত্যাগে সারা দেশে সাম্প্রদায়িকতা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গলাচিপা উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছে। সোমবার রাত ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাহেদ হোসেন, মুসাব্বির হোসেন, পিয়াল মাহমুদ, লিমন, ফাহাদ, আকিন, হাসিব প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে সংখ্যালঘুদের উপরে হামলা ও উপাসনালয় ধ্বংসযজ্ঞ বন্ধ এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।