স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিহত পুলিশ সদস্যদের বিচার, সরকারের অধীনে না থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করাসহ ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন ও বিক্ষাভ সমাবেশ করেছে পুলিশ সদস্যরা। ১১ দফা দাবী বাস্তবায়নের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তারা এ কর্মসূচী পালন করছে।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এময় তারা তাদের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দেয়। এ কর্মসূচীতে জেলার ৫ থানা ও ফাড়ি এবং পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা অংশ নেন।
দাবীগুলো হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশ সদস্য মরা গেছে তার বিচার না হওয়া পযর্ন্ত পুলিশের কর্মবিরতি, পুলিশ কোন সরকারের অধীনে কাজ করবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে, পুলিশ কোন এমপি, মন্ত্রীকে প্রটোকল দিবে না, পুলিশ কোন সিনিয়র অফিসারকে প্রটোকল দিবে না, পুলিশ ৮ ঘন্টার বেশি ডিউটি করবে না, পুলিশের প্রধানমন্ত্রীর খেতে পদ্ধতি কর্তৃপক্ষ যেভাবে দ্রুত পদোন্নতি পায় ঠিক সেইভাবে নিম্ন কর্মচারীদেরকেও দ্রুত পদোন্নতি ব্যবস্থা করতে হবে, পুলিশের ২০ দিনের ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে, অফিসারের মত কনেস্টেল দেয়া সোর্স মানি দিতে হবে, পুলিশকে প্রতিমাসে ১০ তারিখের মধ্যে টিও বিল নিশ্চিত করতে হবে, পুলিশের ঝুঁকিভাতা বৃদ্ধি করতে হবে ও প্রত্যেক পুলিশ সদস্যের নিজ রেঞ্জে বদলি করতে হবে। #