স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনে মাধ্যমে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ও অন্তর্র্বতীকালীন সরকারকে অবৈধ ঘোষনা করে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অপর দিকে, তিন ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা ও সাধারন মানুষ।
আজ শুক্রবার দুপুরে জেলা আওয়ামী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কোর্ট মসজিদ, কোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্তত ৫ হাজার কর্মীসমর্থক অংশ নেয়। বিক্ষোভকারীরা এসময়, একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। একটা একটা বিএনপি ধর, ধরে ধরে জবাই কর-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে অন্তর্বতীকালীন সরকারকে অবৈধ ঘোষনা করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, আমরা জাতীয় নির্বাচনে মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো। সংবিধানে অন্তর্বতীকালীন সরকারকের কোন বিধান নেই। সংবিধান বহাল রেখে অন্তর্বতীকালীন সরকার শপথ নিয়েছে তা অবৈধ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার যে নীল নকশা এঁকেছিলো তা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট। তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) বাংলাদেশের সেন্টমার্টিন নেয়ার জন্য দেশরত্ন শেখ হাসিনাকে বলেছিলো। কিন্ত শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হয়নি। এখন ড. ইউনূসের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে।
অপর দিকে, একই দাবীতে, শুক্রবার বিকাল তিনটার দিকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষ। পরে বিভিন্ন সড়ক ঘুরে বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের অবস্থান নেয়। পরে সেখানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের সেতাকর্মীরাসহ প্রায় দুইসহস্রাধিক মানুষ। এসময় আন্দোলনকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রামদা, ঢালসড়কি উঁচিয়ে জামায়াত, বিএনপির নৈরাজ্যেকর কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেয়। প্রায় তিন ঘন্টা ধরে চলা অবরোধে মহাসড়কের দুই পাশে যান বাহন আটকা পরে।
এসময় চন্দ্রদিঘলিয়া, শুকতাইল, চরশুকতাইল, পাইকান্দি, গোপীনাথপুর, জালালাবাদসহ বিভিন্ন এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। #