• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


দুমকিতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত মসজিদে মাইকিং!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ণ

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন উপজালাবাসী। চলেছে মসজিদে মসজিদে মাইকিং। উপজেলার ৫টি ইউনিয়নের সর্বত্র মানুষ শংকায় ও আতঙ্কে রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে থানা ও ফাঁড়িতে পুলিশ না থাকায় দুর্বৃত্তরা নানা ধরনের অরাজকতা সৃষ্টি করছে। ফলে এলাকায় চুরি ডাকাতির ভয়ে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
জানা যায়, দুমকি উপজেলা বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা থেকে বিভিন্ন এলাকা মসজিদে মসজিদ মাইকিং করে বলা হয় এলাকায় ডাকাত ঢুকছে সবাই সাবধান ও সতর্ক অবস্থানে থাকুন। এ খবর মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তী
সারারাত এলাকাবাসীর ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হয়েছে।
এলাকাবাসী জানায়, সর্বত্র মসজিদের মাইকে ঘোষণা হওয়ায়, ফেসবুকে ও মোবাইলে যোগাযোগের ফলে ডাকাতদের কবল থেকে রক্ষা পাওয়া গেছে। তবে এলাকায় দ্রুত পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা দরকার। আমরা এলাকায় ডাকাত আতঙ্কসহ নানা জুলুম থেকে রক্ষার দাবি জানাই।