• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ১৫:০৪ অপরাহ্ণ
জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।

রবিবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির মাজেদুর রহমান মাজেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সহিদুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক আতাউর রহমান,পৌর জামায়াতের আমির মো.একরামুল হক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার, হাফিজা সরকার,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাফি মিয়া, রংপুর কারমাইকেলের সহস্র,নুর আলম মিয়া, মেহেদী হাসান মিম,মাহিগঞ্জ কলেজের পলক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আসাদুজ্জামান আসাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথী সহ আরো অনেকে।

এসময় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার বলেন,কোথাও কোন লুটপাট, চাঁদাবাজি হলে কঠোর হস্তে তা দমন করা হবে, আমরা চাই সকলের সহযোগিতায় একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক, রাষ্ট্রীয় কোন সম্পদের ক্ষতি হলে এটা আবার আমাদেরকেই গড়তে হবে, অতএব এ বিষয়টি সবার মাথায় রাখতে হবে। কোথাও কোন বিশৃংখলার খবর পেলে তাৎক্ষণিক সুন্দরগঞ্জ প্রশাসনকে অবহিত করবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতি হামলা, ভাংচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করার জন্য বিশেষ আলোচনা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।