• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনার বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বর্ধনে কাজ করছেন “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা”

report71
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ণ
বরগুনার বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বর্ধনে কাজ করছেন “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা”

বরগুনা জেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপে শেখ হাসিনার পদত্যাগের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে নিয়োজিত বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে রয়েছেন। ইতি মধ্যে দেশের কয়েকটি থানায় কার্যক্রম শুরুহলেও বরগুনায় পুরোপুরি শুরু হয়নি পুলিশি কর্যক্রম। এতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশের বিভিন্ন যায়গায় ও সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বরগুনায়ও কাজ করছেন বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সদস্য ও শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগষ্ট) বিকেলে “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর একটি সেচ্ছাসেবী টিম বরগুনা জেনারেল হাসপাতালে পরিষ্কার পরি ছন্ন করে রোগী ও স্বজনদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে, “অগ্নিঝড়া ৭১” ভাস্কর্য’ টাউন হল চত্বরে আনসার, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে মিলে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালনসহ রাস্তার জলাবদ্ধতা পরিষ্কার পরিছন্ন কার্যক্রম কর্মসূচি পালন করা হয়েছে।

এই কার্যক্রম কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান, সিঃ সহ-সভাপতি মোঃ ইয়াকুব, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, কার্যনির্বাহী সদস্য রাকিব মাহমুদ নিলয়, মোঃ রায়হান মাহদী, ”উসসাসে’র সেচ্ছাসেবী টিমের সদস্য মাহদী ইসলাম সালমান, মোঃ রাব্বি, নিহাত মির, বায়জিদ হোসেন।

“উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা” (উসসাস) এর প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে যে যার যায়গা থেকে মাঠে নেমে কাজ শুরু করলে খুব দ্রুত সময়ের মধ্যেই দেশের পরিবর্তন আনা সম্ভব। এ কারনেই আমাদের “উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা’র” উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে বরগুনা জেনারেল হাসপাতাল, টাউন হল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ নাগরিকদের সচেতন বার্তা পৌঁছে দিচ্ছি। এছাড়াও ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যাবস্থাকে স্বাভাবিক রাখতে সড়কে কাজ করছেন সংগঠনের সদস্যরা।

ইতালির বলোনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। ইতালি প্রতিনিধি : ইতালির বলোনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হল রুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুখ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মো: আলাউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান,মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি,মো:মাহফুজুর রহমান,মো: মিজানুর রহমান, ঢালী মিন্টু, আসাদুজ্জামান রানাসহ আর ও অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বর এর তাৎপর্য আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যে বলোনিয়া বি এন পির সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।