বরগুনা জেলা প্রতিনিধি:
আমরা সংখ্যালঘু নই, আমরা বাঙালি’, ‘ভিক্ষা চাই না, অধিকার চাই’ এসব স্লোগানে উত্তাল বরগুনা শহর। ৫ আগস্ট আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম, নির্যাতন, মন্দির, প্রতিমা ভাঙচুর, ডাকাতি ও হত্যাসহ হয়রানি চলে আসছে। এ সকল অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু পরিষদ। বরগুনা জেলা শাখা ও ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বরগুনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৪টায় বরগুনার সার্বজনীন আখড়াবাড়ি থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন।
হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এদেশের জন্য আমরাও জীবন দিয়েছি। আমরা বাঙালি, আমরা সংখ্যালঘু নই। তারা আরও বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের মন্দির ও বাড়িঘরে যারা ভাঙচুর, লুটপাট করেছে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে বিচার করুন। আমরা এদেশে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কারো উপর কখনো নির্যাতন করিনি। তাহলে দেশের পট পরিবর্তনে সকল সময় আমরা নির্যাতনের শিকার কেনো হবো? স্বাধীনতা যুদ্ধে আমরাও জীবন দিয়েছি-রক্ত দিয়েছি। এদেশে আমাদের জন্ম, আমরাও এদেশের নাগরিক। সরকারের কাছে তারা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের ব্যবস্থা করার অনুরোধ করেন।