মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ঢাকায় নিহত হওয়া শহীদদের পরিবারের খোঁজ-খবর নিতে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে ভোলায় আসেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল।
এ সময় তারা নিহতদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নেন।
সোমবার (১২ আগস্ট) ভোলার দৌলতখাঁন ও বোরহানউদ্দিনে নিহতদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত প্রতিটি হত্যার বিচার দাবি করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা পালাতে পারেনি তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা বিএনপিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দায় চাপাতে মন্দির ও সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে। দেশি-বিদেশি মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য আত্মগোপনে থেকে এ কাজ চালিয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মুঠো ফোনে জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বৃহত্তম দল,দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন সহ্য করে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময় অর্জিত আজকের এই বাংলাদেশ।এ সময় সংসদ সদস্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বোরহান উদ্দিন ও দৌলত খানের যারা নিহত হয়েছেন,তাদের রুহের আত্মার মাগফেরাত কামানোর জন্য আমাদের একটি প্রতিনিধি দল বোরহানউদ্দিন ও দৌলতখানে এসছে আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন,বর্তমান চলমান অবস্থায় পরিবেশ ঘোলাটে করতে একটি মহল চক্রান্ত করে যাচ্ছে।
আমার নেতাকর্মীদের প্রতি নির্দেশ রয়েছে এ সকল তৎপরতা ঠেকাতে সতর্ক থাকার।
এ সময় তিনি আরো বলেন বলেন,কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনারা আমাকে অবগত করবেন আমি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করব এবং দলীয়ভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম, যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন,নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, পৌর বিএনপি নেতা শাহাবুদ্দিন বাচ্চু,উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী,ওর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এম এইচ টিপু প্রমুখ।