• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বরগুনায় দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদী চিত্রাঙ্কন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
বরগুনায় দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের প্রতিবাদী চিত্রাঙ্কন

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে দেয়াল লিখন ও আলপনা চিত্রাঙ্কন, ‘স্বপ্নলিপি’ এঁকে নানান   আন্দোলনের স্মৃতিকে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। 

বুধবার (১৪ আগষ্ট) সকাল থেকে পৌর নাথপট্টি লেক, বরগুনা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, বরগুনা মহিলা কলেজ, সরকারি বালিকা বিদ্যালয় এলাকায় দলে দলে শিক্ষার্থীরা অঙ্কন করছেন। দেশের সামগ্রিক অবস্থা, মুক্তিযুদ্ধের নানা স্মৃতি, পুলিশি নির্যাতনের ছবি, ভাষা শহীদের স্মরণে অঙ্কন ও বাণী দিচ্ছেন রংতুলির মাধ্যমে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বরগুনা পৌর শহর সহ ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি- বেসরকারি ফাঁকা দেয়াল গুলোতে শিক্ষার্থীদের রংতুলিতে আঁকা প্রতিবাদ। দেশ সংস্কারের নানা স্লোগান এবং বিভিন্ন শিল্পকর্ম লেখা ও চিত্রর মাধ্যমে ফুটিয়ে তুলেছে জনতার মাঝে। এতে সাধারণ মানুষও শিক্ষার্থীদের সৃজনশীলতা দেখে তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। এবং রংতুলিসহ নানাভাবে সহযোগিতা করে পাশে থাকছে।

এ বিষয়ে কথা বললে শিক্ষার্থীদের মধ্যে মিফতাহ্ তুবা, ফারজানা অাপিয়া, সিনতা তাহিয়া, মিষ্টি, জেরিন নিশিতা, আরিয়ান বলেন, বরগুনায় আমরা শান্তিপূর্ণভাবে রংতুলির মাধ্যমে গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি। আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশের বর্তমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা আমাদের সৃজনশীলতা দিয়ে রং তুলির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও সবাইকে বিভিন্ন বার্তা জানান দিচ্ছি।