।
সঞ্জিব দাস, গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ঘরের উপর গাছ চাপা পরায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করেছন একটি পরিবার।
ঘটনাটি ঘটেছে, উপজেলার পৌর সভার ৩-নং ওয়ার্ডের শান্তিবাগ একাকায়, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে চলামান বৈরি আবহাওয়ার একটানা ভাড়ি বৃষ্টির ও ঝড় হাওয়ার কারনে, ঘরের পাশে থাকা বড় বড় রেইনট্রি, মেহগুনী, নারিকেল গাছ উপরে পরে, এতে একটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং অপর একটি ঘরের আংশিক ক্ষতি সাধিত হয়। সরজমিনে জানা যায়, পরনের বস্র ছারা সাংসারিক ব্যাবহারিক কোন মালামাল কিছু’ই রক্ষা করতে পারেনি অসহায় পরিবার। এসময়ে ঘরে থাকা বিধবা নারী, মনিরা বেগম, তার এক কন্যা এক পুত্রের ডাক চিৎকারে আশপাশের লোকজ অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করেন।
ক্ষতিগ্রস্ত পরিবার এক’টি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সময়ে ৬/৭ বছর পূর্বে হতদরিদ্র পরিবারকে একটি সরকারি ঘর বরাদ্দ পায় বজ্রপাতে নিহত মোঃ মোস্তোফা হাওলাদারের স্ত্রী মণিরা বেগম এর বসতী ঘর, মণিরা বেগম বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা পরিচালিত করে বলে জানা যায়, অপর ক্ষতিগ্রস্ত পরিবাটি হলো আব্দুল আলী’র বসতবাড়ি।
এঘটনায় গলাচিপা উপজেলা প্রশাসন খোঁজখবর রাখছেন বলে জানা যায় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কার্মকর্তা খোকন চন্দ্র দাস মুঠোফোন জানান। এছাড়া মাসিক আইনশৃঙ্খলা মিটিং – এ গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে।
ঘটনা স্থলে পৌর মেয়র মোঃ আহসানুল হক তুহিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো বিধ্বস্ত ঘর মেরামত ও গাছ অপসারণের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানান।