তারিখঃ ১৮ আগস্ট ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গলাচিপা উপজেলা সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ১৪ দফা দাবি নিয়ে শতাধিক শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক গলাচিপা ডিগ্রী কলেজের শিক্ষার্থী, কবি রুদ্র শামীম ও তার সহযোগী সারা, শাকিল, রুমা আক্তার, রিয়াদ প্রমুখ। এ সময় তারা ১৪ দফা দাবির পক্ষে জোরালো অবস্থান নেয়।