• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে

report71
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ
শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে

স্বৈরাচার সরকার শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন বিদেশী সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘসহ বিভিন্ন মিশন প্রধান ও কূটনীতিকদের ধৈর্য ধারণ করে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও মিশন প্রধানদের জানান প্রধান উপদেষ্টা।

ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কূটনীতিকরা দেশের বন্ধু হিসেবে ধৈর্য ধারণ করে পাশে থাকবেন বলে তিনি প্রত্যাশা করেন।