• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের আগমনে বোরহানউদ্দিন ও দৌলতখান জনসমুদ্রে পরিণত

report71
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪, ০২:২২ পূর্বাহ্ণ
ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের আগমনে বোরহানউদ্দিন ও দৌলতখান জনসমুদ্রে পরিণত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের আগমনে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা জনসমুদ্রে পরিণত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ নির্বাচনী এলাকা (বোরহানউদ্দিন ও দৌলতখানে) ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ।
দীর্ঘ সময় পর ভোলার মাটিতে পা রাখলে জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে সকাল থকেই বোরহানউদ্দিন ও দৌলতখান থেকে হাজার হাজার নেতাকর্মী ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে তাকে বরন করে নেয়।
পরে বাংলাবাজার ও দৌলতখানে পথসভায় বক্তব্য রেখে বোরহানউদ্দিন আসলে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, ছাত্র -জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসীবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ আজ মুক্ত স্বাধীন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলের চেয়ে বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকে। বর্তমান অন্তবর্তীালীন সরকারের সময়েও নিরাপদে আছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে থাকে।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামীলীগ আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন।
আজ(২১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক কুড়ালিয়া হাউজের সামনে জনসমুদ্রে তিনি এসব কথা বলেন।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা,সদস্য সচিব এ্যডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক হাসান হাওলাদার,যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি আঃ রব হাওলাদার,সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার,যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাওন, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, আঃজব্বার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত জাহান হৃদয়, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফ আলী সবুজ, আলম খান হৃদয়, সাবেক পৌর বিএনপির সভাপতি মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার পুত্র মেহেদী হাসান সাগর সহ পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেবক দল,সহ উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।