• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি আব্দুল আজিজ স্মরণে আলোচনা সভা

report71
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪, ১৪:৫৯ অপরাহ্ণ
সাবেক এমপি আব্দুল আজিজ স্মরণে আলোচনা সভা

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা আবু সালেহ মো. আব্দুল আজিজের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সুন্দরগঞ্জ ট্রাস্টে মাওলানা আব্দুল আজিজ ফাউণ্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ ফাউণ্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার।

মাওলানা আব্দুল আজিজ ফাউণ্ডেশনের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউণ্ডেশনের উপদেষ্টা ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামানিক সাজু, উপদেষ্টা শহিদুল ইসলাম মঞ্জু, প্রভাষক আতাউর রহমান, বাংলাদেশ গার্মেন্টস অফিসার এন্ড ওনার্স এসোসিয়েশন’র আহ্বায়ক নওশের আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন।

ফাউণ্ডেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউণ্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ একরামুল হক, সামিউল ইসলাম, ইব্রাহিম আলী সরকার, সাইদুল ইসলাম, মাইদুল ইসলাম, সামিউল ইসলাম নয়ন, মোশাররফ হোসেন, মাহতাব হোসেন প্রমূখ।

আলোচনা শেষে সাবেক সংসদ সদস্য মরহুন মাওলানা আবু সালেহ মো. আব্দুল আজিজের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার মিয়া।

উল্লেখ্য, মাওলানা আবদুল আজিজ ১৯৫৭ সালের ১ মার্চ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বানেস আলী মুন্সী ও মাতা বিবিজান নেছা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি চারদলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁকে আধুনিক সুন্দরগঞ্জের রূপকার বলা হয়। তিনি ২০২০ সালের ২৫ আগস্ট ভারতের পশ্চিম বঙ্গের এক আত্মীয় বাড়িতে ইন্তেকাল করেন। পরে সেখানেই তাঁকে কবরস্থ করা হয়।