• ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা’য় ছাত্র আন্দোলনের ঘটনার জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,২৪ জনের বিরুদ্ধে থানায় মামলা

report71
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা:
গত ২১মে ও ৬ আগষ্ট দৈনিক সবুজ বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার,কুমিল্লায় কর্মরত সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছ। মামলার এজাহার সূত্রে জানা যায়-পূর্ব পরিকল্পিত ভাবে রানীর বাজার ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোড চর্থা এলাকায় হত্যার উদ্দেশ্য নিয়ে বেআইনি ভাবে একত্রিত হইয়া সাবেক সংসদ সদস্য বাহরের মিডিয়া পিএস দেলোয়ার হোসেন জাকিরসহ ২৪ জন সন্ত্রাসীসহ ১০/১৫ জন ব্যক্তি সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরকে একা পাইয়া পথ গতিরোধ করে তাহার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে অবৈধ আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকার কারনে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বাদী সাংবাদিক মানছুরের। হামলার ঘটনার বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দৈনিক সবুজ বাংলা পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত করার কারনে এমপি বাহারের ক্যাডার জাকির,আশিক ও আনোয়ারসহ অন্যান্যরা আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। উক্ত ঘটনার বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়, জি: আর নং-৬৩৮/২৪ইং, মামলা নং- ২৬/৬৩৮, তারিখ-২৬/৮/২০২৪ইং।